দাঁতালের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধার। আহত হয়েছেন তাঁর স্বামীও। বৃহস্পতিবার, ঘটনাটি ঘটেছে মিরিকের পানিঘাটার চেঙ্গা বস্তি এলাকায়। প্রত্যেক দিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধ দম্পতি শান্তি মায়া গহতরাজ ও মণিকুমার গহতরাজ। বাড়ি ফেরার পথে এক দাঁতালের সামনে পড়ে যান তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই প্রথমে মণিকুমারকে শুঁড় দিয়ে ধাক্কা মারে হাতিটি। রাস্তার পাশে পড়ে যান বৃদ্ধ। দাঁতালের মুখোমুখি পড়ে যান শান্তি মায়া। বৃদ্ধার বুকে পা তুলে দেয় হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পানিঘাটা বনবিভাগের কর্মীরা। আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে যায় পানিঘাটা ফাঁড়ির পুলিশ। অভিযোগ, বনদফতরের টহলদারি না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। আরও বেশি করে নজরদারির দাবি জানান স্থানীয়রা। অবশেষে টাহলদারি বাড়ানোর আশ্বাসের দিলে বিক্ষোভ উঠে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান পানিঘাটার রেঞ্জার সুরেশ নার্জিনারি।
আরও পড়ুন-এবার সরকারের নজরে বিদ্যাসাগর সেতু





























































































































