ঋতু পরিবর্তনের সময়ই অজানা জ্বরে কাবু বসিরহাটের খাড়ুবালা গ্রামে। জ্বরে আক্রান্ত কমপক্ষে ১০ জন স্থানীয় বাসিন্দা। খাড়ুবালা গ্রামের বাসিন্দা বছর ছাব্বিশের রুনু বিবির সপ্তাহ খানেক আগে জ্বর আসে। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে হয়ে সোমবার সকালে তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে, দু-একদিনের মধ্যে জ্বর না কমলে রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন – যুবকের থেঁতলানো দেহ, ফের কি শহরে স্টোনম্যান?





























































































































