যুবভারতীর গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল- মোহনবাগানের ম্যাচ দেখতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । কলকাতার ডার্বির উত্তেজনার শরিক হতে চান তিনি। ফুটবল নিয়ে এই একটা ইচ্ছার কথাই বুধবার তিনি জানিয়েছেন ।
শুধুই অর্থনীতি নয়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে ফুটবলপ্রেমীও, বুধবার নোবেলজয়ীর বাড়িতে গিয়ে তা টের পেয়েছেন মোহনবাগানের দুই কর্তা, সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। বাড়ি গিয়ে এই কৃতী বাঙালির হাতে মোহনবাগানের আজীবন সদস্যপদ তুলে দেন দুই বাগান-কর্তা। নোবেলজয়ীর নাম লেখা সবুজ-মেরুন জার্সি এবং মোহনবাগানের ইতিহাস নিয়ে সুবীর মুখোপাধ্যায়ের বই ‘সোনায় লেখা ইতিহাস’ তাঁকে উপহার দেওয়া হয়। নোবেলজয়ীর সঙ্গে কথাবার্তার প্রসঙ্গে বাগান কর্তারা জানিয়েছেন, অভিজিৎবাবু জানতে চেয়েছেন কবে আবার ম্যাচ খেলবে মোহনবাগান, সেই সময়ে তিনি শহরে থাকার চেষ্টা করবেন। বাগান কর্তারা ওনাকে বলেছেন, আইলিগের খেলা সামনেই। মোহনবাগানের ম্যাচ দেখার জন্য নোবেলজয়ীকে আমন্ত্রণ জানানো পরিকল্পনা রয়েছে বাগানের।
বাগানের দুই কর্তাই নোবেলজয়ীর কাছে জানতে চেয়েছিলেন, কোন ক্লাবের খেলা দেখতে পছন্দ করেন? তিনি একটুও সময় না নিয়েই তিনি জানিয়েছেন, “কোনও বিদেশি ক্লাবের খেলা নয়, ভারতীয় ফুটবল দেখতেই বেশি ভালো লাগে”।





























































































































