দুই টোটো ইউনিয়নের গোলমালে উত্তপ্ত কোন্নগর। গত কয়েকদিন ধরেই জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সঙ্গে জোড়াপুকুর ই-রিকশা ও টোটো অ্যাসোসিয়েশনের মধ্যে যাত্রী তোলা নিয়ে অশান্তি বাধে। বুধবার, সকালে জাতীয়তাবাদী ইউনিয়নের চালকরা বিশালাক্ষীতলা থেকে কোন্নগর স্টেশনে যাত্রীদের নিয়ে গেলে অন্য ইউনিয়নের টোটো চালকরা যাত্রীদের নামিয়ে দেন। এমনকী, জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের কয়েকশো চালক টোটো চলাচল বন্ধ করে দেন। কোন্নগর পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন-কালীপুজোয় বিমানবন্দর চত্বরে নিষিদ্ধ ফানুস





























































































































