ভাঁড় মে গয়া পিচ! শাস্ত্রীর কথায় বিরক্ত ক্রিকেটপ্রেমীরা

0
4

ভারতীয় ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি। গায়ে কালো গেঞ্জি, হাতে রোদ চশমা। ধোনিকে নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠলে কোহলি বলেন, যান ধোনিভাই ড্রেসিংরুমে রয়েছেন। ওকে গিয়ে হ্যালো বলে আসুন।

অন্যদিকে একে জয়, তার উপর পরপর জয়। ভারতের কোচ রবি শাস্ত্রী ধরাকে সরা জ্ঞান করা শুরু করে দিলেন। মঙ্গলবার জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সকলকে বিস্মিত করে বললেন, ভাঁড় মে গ্যয়া আপকা পিচ। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, তা সে অকল্যান্ড, জোহানেসবার্গ, ওভাল কিংবা মেলবোর্ন, ভারত পিচ নিয়ে ভাবে না। ভারতের এই দলে ৫ জন বোলার আছে যারা ২০টি উইকেট নিতে সক্ষম। বিষয়ের দিক থেকে শাস্ত্রী ভুল কিছু বলেননি, কিন্তু তাঁর শব্দ প্রয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের ক্রিকেট কোচের মুখে এমন ভাষা নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা মানতে নারাজ।