সচেতন মালিক, বাধ্য পোষ্য

0
8

ট্রাফিক নিয়ম মানতে অনেকেরই গায়ে জ্বর আসে। হেলমেট পরাটা যে চালক ও আরোহীদের নিরাপত্তার জন্যই জরুরি, সেটা বোঝাতে হিমশিম খেতে হয় পুলিশ-প্রশাসনকে। এর মধ্যেই এক দারুণ ছবি ভাইরাল সোশাল নেটওয়ার্কে।

রাজধানীর রাজপথে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। মাথায় পরা হেলমেট। আর বাইকের পিছনে বসা পোষ্য সারমেয়। তাকেও পরিয়েছেন হেলমেট। খোশ মেজাজেই কালো রঙয়ের হেলমেট পরে বসে আছে সে। এমনকী, চারপাশে তাকিয়ে দেখেও নিচ্ছে কে কে দেখছে তাকে।
এমন সচেতন মালিক ও তাঁর পোষ্যকে দেখে তারিফ করেছেন দিল্লিবাসী। এমন সচেতন সারমেয় দেখে তাঁরা অভিভূত। এই পোষ্যটিকে দিল্লি পুলিশ তাদের ক্যাম্পনের জন্য ব্যবহার করতে পারে বলে মত অনেকের।

আরও পড়ুন-জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি সংশোধন, শীর্ষ আদালতে বলেছে কেন্দ্র