জেলায় আবহাওয়ায় একটা ঠাণ্ডার আমেজ লক্ষ্য করা গেলেও কলকাতায় গুমোট আবহাওয়া চলছে। তাপমাত্রা ৩২-৩৬ ডিগ্রির মধ্যে। সঙ্গে আর্দ্রতা রোজই প্রায় ৬০ শতাংশের কাছাকাছি থাকছে। ভোর রাতে হালকা একটা ঠাণ্ডার ঝলক থাকলেও মেঘ-রোদের মাঝে অস্বস্তিকর আবহাওয়া। পুজোর পরেই ভোরের দিকে ঠাণ্ডার মৃদু আমেজে অনেকের ধারণা হয়, শীত এসে গিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই শীত পড়েছে এ কথা বলার জায়গায় নেই। রাজ্যের বেশ কিছু জেলায় এখনও নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, গুমোট ভাব কাটছে। কিন্তু ঠাণ্ডা অর্থাৎ উত্তরের হিমেল হাওয়া আসতে এখনও দেরি আছে। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের ভারি বাতাস থাকায় উত্তুরে বাতাস বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে এই পরিস্থিতি কেটে যাবে অক্টোবরের শেষ দিকে। আবহাওয়ার বিরাট কোনও হেরফের না হলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ রাজ্য জুড়ে অনুভব করা যাবে।
আরও পড়ুন-মঙ্গলবার দেশজুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট





























































































































