ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্টে ইডেন গার্ডেন্সের ভিভিআইপি বক্সে পাশাপাশি দেখা যেতে পারে হাসিনা-মোদি-মমতাকে!
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ভারত-বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে আসছেন শেখ হাসিনা। ওই একই দিনে ইডেনে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। একই সঙ্গে ইডেনে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 22-26 নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই হবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় আসার বিষয়টি কনফার্ম করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকেও। 2001 সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। সেই টেস্ট ম্যাচে খেলা দুই দেশের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে ইডেন গার্ডেন্সে টেস্টে। একই সঙ্গে সকলকে সংবর্ধিত করা হবে বলে সোমবার জানিয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।































































































































