বাম, বিজেপির পরে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আভিযোগ জানাতে রাজ্যপালের কাছে দরবার কংগ্রেসের। সোমবার, বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। তাঁর অভিযোগ, রাজ্যের সমালোচনা করলে শাস্তির মুখে পড়তে হচ্ছে। অথচ রাজ্য সরকার নিজেরাই অহরহ কেন্দ্রের কড়া সমালোচনা করে। এটা কোন ধরণের গণতন্ত্র? পরিস্থিতির পরিবর্তন না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন – শহরে ফের বেপরোয়া চালক, এবার হন্ডা সিটি সজোরে ধাক্কা মারল বাইকে





























































































































