2 রাজ্যে চলছে নির্বাচন, সঙ্গে উপনির্বাচনও

0
1

আজ দু’টি রাজ্যে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তা নিয়ে তেমন কোনও উৎসাহ নেই ভোটারদের। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। সেই সঙ্গে ৫১টি আসনে উপ নির্বাচন। তা ছাড়া দু’টি লোকসভা আসনেও উপ নির্বাচন চলছে।

২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতায় বিজেপি-শিবসেনার জোট। এ বারও তারা জোট গড়ে লড়ছে। বিজেপি ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে। শিবসেনা প্রার্থী দিয়েছে বাকি আসনে। বিরোধী শিবিরেও জোট হয়েছে। কংগ্রেস ১৪৭টি ও এনসিপি ১২১টি আসনে প্রার্থী দিয়েছে।
হরিয়ানার ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। হরিয়ানায় গতবার জিতেছিল বিজেপি। এ বার লোকসভা ভোটে সবকটি আসন জেতায় জয়ের বিষয়ে নিশ্চিত গেরুয়া শিবির। বিজেপি-র মূল লড়াই এখানে কংগ্রেসের সঙ্গে।
মহারাষ্ট্র এবং হরিয়ানা দুই রাজ্যেই এ বার বিজেপি-ই ফের সরকার গড়তে চলেছে আশাবাদী তারা।
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের ফল ঘোষণা হবে ২৪ তারিখ বৃহস্পতিবার। ওই দিন সবকটি উপ নির্বাচনেরও ফল ঘোষণা হবে।
উপ নির্বাচন উত্তরপ্রদেশে ১১টি আসনে উপ নির্বাচন হবে। এ ছাড়া গুজরাত, অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওড়িশা, মধ্যপ্রদেশ সহ ১৮টি রাজ্যে দুটো-তিনটে করে আসনে উপ নির্বাচন।
পশ্চিমবঙ্গেও বিধানসভার চারটি আসনে উপ নির্বাচন হওয়ার কথা। তবে উৎসবের কারণে বাংলায় উপ নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।