রাঁচিতে রোহিত রাজ! রবিবার রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাঁকালেন হিটম্যান। ২৪৯ বলে ২০০ রান গণ্ডি টপকালেন রোহিত। শনিবার তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন রোহিত শর্মা। এদিন সকালে প্রথম সেশনেই পৌঁছে গিয়েছিলেন দ্বিশতরানের দোরগোড়ায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৯৯ রানে থমকে ছিলেন তিনি। লাঞ্চের পর তৃতীয় ওভারেই ছয় মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের রোহিতের সর্বোচ্চ স্কোর ছিল ১৭৭। এদিন নিজেই তাঁর রেকর্ড ভেঙে দেন। অন্যদিকে দুর্দান্ত শতরান করে তিন বছরের খরা কাটালেন অজিঙ্ক রাহানে। ঘরের মাঠে শেষবার ২০১৬ সালে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন রাহানে। স্বাভাবিক ভাবেই প্রায় তিন বছর বাদে রাহানের এই সেঞ্চুরি তাঁর টেস্ট কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই নিয়ে নিজের একাদশতম টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। রোহিত-রাহানে জুটি চতুর্থ উইকেটে ২৬৭ রান যোগ করলেন। যা ভারতকে টেস্টে জাঁকিয়ে বসার জায়গায় করে দিয়েছে। প্রথম ইনিংসে যথারীতি বড় রান গড়ার দিকে চলছে ভারত। আর প্রোটিয়া বোলাররা মাঝে মাঝেই আলগা ডেলিভারি উপহার দিয়ে সেই লক্ষ্যে সাহায্য করছেন।































































































































