শতবর্ষের অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিতে চায় ইস্টবেঙ্গল।তবে দিন এখনও স্থির হয়নি। অভিজৎবাবুর সঙ্গে কথা বলে দিন ঠিক হবে। ইস্টবেঙ্গল কর্তারা ই-মেল করে আমন্ত্রণ জানিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। বলা হয়েছে, শতবর্ষে তাঁকে সংবর্ধনা দিয়ে গর্বিত হতে চায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্তাদের অভিজিতের মা’ নির্মলা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, অভিজিৎবাবুর পক্ষে এবার সময় বার করা সম্ভব হবে না। ক্লাব তখন জানিয়েছে,এক বছর ধরে পালিত হবে ক্লাবের শতবর্ষ। বছরের যে কোনও সময় নোবেল জয়ীর সময় পেলেই হবে। কলকাতার দু’প্রধানই সংবর্ধিত করবে এই কৃতী বাঙালিকে। এর আগে মোহনবাগানের তরফে অভিজিৎবাবুকে সংবর্ধনা দিতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তাঁকে সংবর্ধনার পাশাপাশি মোহনবাগানের আজীবন সদস্যপদ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন-রোহিতের ডবল সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড়ো রানের লক্ষ্যে ভারত






























































































































