বউদিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ পিসতুতো দেওরের বিরুদ্ধে। প্রেমের সম্পর্কের অবনতির হওয়ার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। কাটোয়ার পলসোনা গ্রামের ওই গৃহবধূকে কোপানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দেওরকে। ধৃতের নাম রতন ঘোষ। তাঁরও বাড়ি পলসোনা গ্রামে।





























































































































