প্রচার শেষ। সোমবার বিধানসভা ভোট মহারাষ্ট্র ও হরিয়ানায়। দুই রাজ্যেই ক্ষমতায় বিজেপি, এই ভোটেও হাওয়া তাদেরই অনুকূলে। বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলছেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে দুই রাজ্যেই সরকার গড়বে বিজেপি। শিবসেনার চাপ উড়িয়ে অমিত সাফ জানান, গতবার আমরা শিবসেনাকে ছাড়াই মহারাষ্ট্রে জিতেছি। গত পাঁচ বছরে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নে বিপুল কাজ হয়েছে। প্রধানমন্ত্রী মোদির মতই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। ফড়নবিশই এবারও মুখ্যমন্ত্রী হবেন। একইভাবে হরিয়ানায় গত পাঁচ বছরের উন্নয়নের সুফল পাবে বিজেপি। আগে ভোটের আগে সবাই জাতপাতের হিসাব করতে বসতেন। মোদি আসার পর জাতিবাদ, পরিবারবাদ ও তুষ্টিকরণ থেকে রাজনীতিকে মুক্ত করতে চাইছেন। আমাদের কাজ দেখেই মানুষ ভোট দেবে। বিরোধীদের কী হাল সবাই দেখতে পাচ্ছে। দুই রাজ্যেই আমরা আবার সরকার গড়ব।































































































































