বিজেপিকে প্রতিহত করতে সব দলকে নিয়ে যৌথ মঞ্চ গড়ার পক্ষে সওয়াল করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “দেশে এখন অঘোষিত জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এখানেই থেমে থাকেনি সীতারাম ইয়েচুরি। বিজেপি দেশকে হিন্দুরাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ইয়েচুরি। তিনি বলেন, “দেশে এক সময় জরুরি অবস্থা জারি হয়েছিল। কিন্তু সেই সময় পার্লামেন্টের সম্মতিতে জরুরি অবস্থা জারি হয়। কিন্তু বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনও কিছুকেই তোয়াক্কা করছে না। সংবিধান পরিপন্থী কাজকর্ম করছে দিল্লির বিজেপি সরকার।”
পাশাপাশি রাজ্য কমিটির বৈঠকের শেষে পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি গ্রহণের পক্ষেই এদিন সহমত পোষণ করেন তিনি। “কমন মিনিমাম প্রোগ্রাম”র ভিত্তিতে একসঙ্গে যৌথ কর্মসূচি নেওয়া যেতে পারে বলে তার বক্তব্যে উঠে আসে।





























































































































