দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক দশক। তারপর এক ফ্রেমে তাঁরা কখনও আসেননি। এক সঙ্গে মঞ্চে কোনও দিনও ওঠেননি। দুজনকে মিলিয়ে দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৌজন্যে তাঁদের মেয়ে মেঘনা। এই প্রথম এক মঞ্চে রাখি ও গুলজার। সঙ্গে মেঘনাও।
গৌতম হালদারের পরিচালনায় ‘নির্বাণ’ ছবির প্রিমিয়ার হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পরদিন। গৌতমের ব্যক্তিগত অনুরোধে নন্দনের প্রিমিয়ারে থাকবেন মেঘনার সঙ্গে তাঁর বাবা-মাও।

‘নির্বাণ’ বাংলা ছবির নিরিখে একটি মাইলস্টোন। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ছবিটির শুটিং হয়েছে ধাপেধাপে। বাজেটের নিরিখেও বাংলা ছবির ক্ষেত্রে এটি ব্যতিক্রমী। গৌতম বলছেন, ছবিটি করতে গিয়ে প্রচুর দেনা হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জেনে আমি আপ্লুত। এর চেয়ে উপযুক্ত জায়গা আর কী হতে পারে! তবে ছবিটি রিলিজ করা হবে না। কেউ যদি কেনে, তার আশাতেই আপাতত বসে রয়েছেন গৌতম।
মতি নন্দীর উপন্যাস ‘বিজলীবাবার মুক্তি’ অবলম্বনে ছবি তৈরি। বাংলা ও হিন্দিতে দ্বিভাষিক ছবি। তাই শুটিংয়েও বেশি সময় লেগেছে। আর দ্বিভাষিক হওয়ার কারনে নাম পাল্টে হয়েছে ‘নির্বাণ’। অভিনয়ে রাখী, মেঘনা আছেন। আছেন চৈতি ঘোষালও। গৌতমের বক্তব্য, ছবির বিষয়ের দিক থেকে এটি একেবারে সাম্প্রতিক। ফলে বিতর্কও অবধারিত। কলকাতা চলচ্চিত্র উৎসবের প্যানোরামায় থাকছে আরও দুটি ছবি, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’।




























































































































