জিয়াগঞ্জে সপরিবারে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের মা মায়া পাল ও দিদি প্রিয়া সরকারের বক্তব্য: আমরা পুলিশি তদন্তে খানিকটা খুশি। কারণ একজনকে ধরা হয়েছে। কিন্তু ঐ উৎপল ছেলেটার সঙ্গে প্রকাশের এমন কোনো শত্রুতা ছিল না যে এতগুলো নৃশংস খুন করবে। এর পিছনে কেউ আছে যে টাকা ছড়িয়ে ওকে দিয়ে খুন করিয়েছে। একা উৎপল এই কাজ করতে পারে না। মন্ত্রী জাকির হুসেন তাঁদের সঙ্গে দেখা করেন। সব কথা শোনেন। আর্থিক সাহায্য দেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন।





























































































































