বোর্ড প্রেসিডেন্ট হয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসির ফিউচার ট্যুর নিয়ে অচিরেই বিসিসিআইয়ের সঙ্গে সংঘাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
বুধবার দুবাইয়ে আইসিসির বৈঠক ছিল। সেখানেই আগামী ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ফিউচার প্ল্যান করা হয়েছে। যাতে আইসিসির তরফ থেকে এই আট বছরে প্রতিবছর একটি করে আইসিসি টুর্নামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা মানতে নারাজ বিসিসিআই। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই প্রস্তাব না মানলেও আইসিসির তরফ থেকে ইতিমধ্যেই এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছর টি-২০ বিশ্বকাপ হওয়া সম্ভব নয়। শুধু টি-২০ বিশ্বকাপ নয়, যে কোনও আইসিসি টুর্নামেন্টে প্রতি বছর হলে তাতে বিরাট আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি আইপিএলের ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।
তাই সব মিলিয়ে আইসিসিরর এই নয়া প্রস্তাব মানতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সদ্য বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন মহারাজ। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই মসনদে বসেননি সৌরভ। তবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগেই ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র সামনে এক কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে, তা বলাই যায়। এখন সৌরভ নির্বাচিত নয়া কমিটি চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করে, সেটাই দেখার।






























































































































