অযোধ্যা-রায় সব সম্প্রদায়ের মানা উচিত: শাহ

0
2

অযোধ্যা মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যে রায় দেবে তা সব সম্প্রদায়ের মান্য করা উচিত। বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। অযোধ্যা-রায় নিয়ে তিনি আশাবাদী কিনা এই প্রশ্ন এড়িয়ে শাহ বলেন, আমি আগাম অনুমানের ভিত্তিতে কিছুই বলব না। তবে আমি মনে করি 1950 সাল থেকে অযোধ্যা নিয়ে বিবাদ চলছে। এর ফয়সালায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে তা সব সম্প্রদায়ের মেনে চলা উচিত। আমার আশা, রায় নিশ্চয়ই সবার জন্য সমান হবে।