বাংলায় মুখ্যমন্ত্রীর মুখ এখনও খুঁজে পায়নি বিজেপি

0
2

“2021-এ বাংলায় বিজেপির সরকার হবে, তবে মুখ্যমন্ত্রীর মুখ এখনও ঠিক হয়নি”। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাতকারে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ স্বীকার করে নিয়েছেন একথা।
শাহ বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। বাংলায় বিজেপির 18টি লোকসভা আসন পেয়েছে। এবার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যের বিধানসভা দখল করবে বিজেপি।

এরপরই শাহকে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে
বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? উত্তরে শাহ জানিয়েছেন, 2021-এ প্রধান মুখ কে, তা এখনও ঠিক হয়নি। পরে চূড়ান্ত হবে।

রাজনৈতিক মহলের অনুমান, এ রাজ্য নিয়ে চরম অনিশ্চয়তায় আছে বিজেপি। উপযুক্ত এবং যোগ্য মুখের অভাবে বিজেপি ঠিকই করতে পারছে না কাকে সামনে রেখে একুশের ভোটে যাবে দল। গেরুয়া নেতৃত্ব জানে, লোকসভা নির্বাচন মোদি’র ছবিতে হলেও বিধানসভা ভোটে তা করা যাবেনা। অথচ তেমন মুখই নেই। এদিন সে কথাই স্পষ্ট করেছেন অমিত শাহ।