ভারতে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। ভারতের গোয়েন্দা সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার তরফে খবর, পাকিস্তানের বিরাট একটি জঙ্গিদল ভারতের মাটিতে হামলার ছক নিয়ে ঢুকেছে। এই তথ্য দেওয়ার পরই নিরাপত্তা সংস্থাগুলি সেনা ঘাঁটিগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঠানকোট, জম্মু, শ্রীনগর, অবন্তিপুরাতে জারি হয়েছে হাই অ্যালার্ট। লাল সতর্কতার পরেই আসে কমলা সতর্কতা।
কেন্দ্রের সূত্রে খবর, “পঞ্জাব এবং জম্মু লাগোয়া সেনা ঘাঁটিগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। পাঠানকোট এবং জম্মুতে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। বুধবার সকালেই এই তথ্য পাওয়ার পর সবরকম ব্যবস্থা নিয়েছে সেনা ঘাঁটিগুলিকে সুরক্ষিত রাখার জন্য।”































































































































