জনমত গড়তে কোচবিহারে বিজেপির গান্ধি সংকল্প যাত্রা

0
3

গান্ধিজির সার্ধশতবর্ষ উপলক্ষ্যে সারা রাজ্যের সঙ্গেই গান্ধি সংকল্প যাত্রার সূচনা হল কোচবিহারে। বুধবার, কোচবিহার জুট শিল্পকেন্দ্র চকচকা থেকে শুরু হয়ে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে শেষ হয়। নেতৃত্ব দেন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা, সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী ও সুকুমার রায়। পদযাত্রার শেষে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়।

এই সংকল্প যাত্রা কোচবিহার লোকসভা কেন্দ্রের ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে। সব গ্রাম ও মণ্ডলেই এই কর্মসূচি করার চেষ্টা করবেন বিজেপির নেতা-কর্মীরা। সকাল থেকে সন্ধে পর্যন্ত হবে পদযাত্রা। দুপুরবেলা শ্রমিক ভোজন ও বিশ্রাম। এবং সন্ধেয় জনসভা হবে। যে যে লোকসভায় বিজেপি জিতেছে সেখানে সাংসদরা উপস্থিত থাকবেন।

যাত্রা প্রসঙ্গে সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, গান্ধিজির ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে শান্তির বার্তা দিতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্ত কোচবিহারকে অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যই এই সংকল্প যাত্রা।