আগামী ২৪ অক্টোবর চালু হওয়ার সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রোর। অক্টোবর মাসে কেএমআরসিএলের সঙ্গে সমস্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের। তাই এই মাসেই মেট্রো চালু করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। শুরুতে সেন্ট্রাল থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত মেট্রো চালু করার কথা ভাবা হয়েছে।
জানা গিয়েছে ওই সময় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই মেট্রো চালানোর কথা ভেবেছে কর্তৃপক্ষ। এখন থেকে ৩৪ বছর আগে ১৯৮৪ সালে ২৪ অক্টোবর কলকাতায় প্রথম শুরু হয়েছিল মেট্রো। এবং সেটাই ছিল ভারতের প্রথম মেট্রো চলাচল।
তাই এই দিনকেই বেছে নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্ৰে খবর। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়েছে তারা।





























































































































