জিয়াগঞ্জের খুনে পুলিশ যেভাবে রাজমিস্ত্রি উৎপল বেরাকে সামনে রেখে খাতা বন্ধ করছে, তাতে খুশি নয় নিহত বিউটি পালের পরিবার। তারা মনে করে, এটা এত সহজ বিষয় নয়। তারা সিবিআই তদন্তের কথা বলছে। একা উৎপল পঁচিশ হাজার টাকার জন্য বা শুধু গালাগালি খেয়ে রাগবশতঃ এতবড় খুন করছে, এটা তারা বিশ্বাস করতে পারছে না। তিনজনকে একা খুন, তাও আবার শুধু এই কারণে, এটা মানতে নারাজ বিউটির পরিবার।





























































































































