প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা-শুনানি আজই শেষ হয়েছে। আদালত সূত্রে খবর, আগামীকাল কোর্ট চেম্বারে সাংবিধানিক বেঞ্চের বিচারপতিদের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৃহস্পতিবার তাঁদের ওপেন কোর্টে কোনও শুনানি নেই।
অযোধ্যার রায়দান 17 নভেম্বর প্রধান বিচারপতি গগৈয়ের অবসরের আগেই হয়ে যাবে। মামলার সব পক্ষের নজর এখন সুপ্রিম রায়ের দিকে। কয়েক দশক ধরে চলা অযোধ্যা সমস্যার নিষ্পত্তির অপেক্ষায় গোটা দেশ।
আরও পড়ুন – সুন্নি ওয়াকফ বোর্ডের শেষদিনের অযোধ্যা-দাবি ঘিরে বিতর্ক































































































































