১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস। এই উপলক্ষে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাংলার সরকার গ্রামের মহিলাদের ক্ষমতায়ন করছে। ‘আনন্দধারা’ প্রকল্প প্রভূত সাফল্য অর্জন করেছে।
পাশাপাশি তিনি বলেন, গ্রামের মহিলাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মাছের চারা, হাঁস-মুরগি-ছাগল ইত্যাদিও প্রতিপালনের জন্য দেওয়া হয়।
অন্যদিকে, আজ বিশ্ব হাত ধোয়া দিবস। সেই উপলক্ষেও একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। বলেন, খাওয়ার আগে নিয়মিত হাত পরিষ্কার করলে, সংক্রমণের সম্ভাবনা কমে যায়। এর ফলে স্বাস্থ্যকর জীবন-যাপন করা সম্ভব। শিশুরা যাতে নিয়মিত হাত পরিষ্কার করে সেই ব্যাপারে তাদের উৎসাহিত করতে হবে।































































































































