জুয়ার ঠেকে হানা দিয়ে আটক করা অভিযুক্তের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের ইংলিশবাজারের মিল্কি ফাঁড়ি। উত্তেজিত জনতার হাতে প্রহৃত হলেন পুলিশ কর্মীরা। জ্বালিয়ে দেওয়া হল মিল্কি ফাঁড়ি।
রবিবার রাতে মিল্কি ফাঁড়ির পুলিশ একটি জুয়ার ঠেকে হানা দিয়ে কয়েকজনকে আটক করে। ফাঁড়িতে আনার পর তাদের মধ্যে আইনুল খান নামে এক অভিযুক্তের বুকে ব্যথা শুরু হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তখনই ওই ব্যক্তিকে মালদহ জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু, ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় হাজার খানেক স্থানীয় মানুষ। পুলিশের উপর হামলা চালায় তারা। ইতিমধ্যে আইনুলের মৃত্যু হলে জনতা আরও উত্তেজিত হয়ে পড়ে।
পুলিশি অত্যাচারে প্রাণ গিয়েছে এই অভিযোগ তুলে পুলিশ কর্মীদের উপর হামলা শুরু হয়। মিল্কি ফাঁড়িতে আগুন লাগানো হয়। পুলিশ জানিয়েছে, ফাঁড়িতে আটক অন্য অভিযুক্তদের ছিনিয়ে নেয় উন্মত্ত জনতা। ঘটনায় জখম হন চার পুলিশ কর্মী। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই বিভিন্ন গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন-এপ্রিল অথবা মে-তে হতে পারে রাজ্যের 111 পুরসভার ভোট





























































































































