বাদুড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য

0
1

যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের বাদুড়িয়ায়। সোমবার সকাল ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা উমাপতিপুরের খাল ধারে প্যান্ট ও সাদা গেঞ্জি পরা এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকছে দেখেন। বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বাদুড়িয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যুবকের বুকের ডানদিকে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাটি সোমবার সকালেই ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে, সোমবার, সকাল ৯টা নাগাদ গোবরডাঙার খাটুরায় দুই দুষ্কৃতী বাইকে চড়ে গিয়ে এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। তাঁর কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই যুবকের সঙ্গে বাদুরিয়ায় পাওয়া গুলিবিদ্ধ যুবকের কোনও যোগ আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাদুরিয়ায় উদ্ধার হওয়া যুবকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।