টিম কোহলির আর এক রেকর্ড

0
4

আর একটি রেকর্ড টিম কোহলির। দেশের মাটিতে টানা সিরিজ জয়ের রেকর্ড। কোহলিরা জিতলেন টানা ১১টি সিরিজ। এর আগে রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার। তারা জিতেছিল টানা ১০টি সিরিজ। ভেঙে গেল সেই রেকর্ড। রেকর্ড তৈরি করে বিরাট বললেন, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে সকলে জানে কার কী ভূমিকা। দু’ ইনিংসে ২০টি উইকেট নেওয়ার প্রয়োজন। বুমরা নেই। অথচ আমাদের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, সুযোগের সদব্যবহার করার জন্য সকলে মুখিয়ে আছে। ঊমেশ ফের নিজেকে প্রমাণ করল। এবং অশ্বিন। সেইসঙ্গে অবশ্যই বলতে হবে ঋদ্ধিমানের কথা। দুর্দান্ত টিম এফোর্ট। রাঁচিতেও এই ধারাবাহিকতা থাকবে বলে আশা করছি।