জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানাতে এসে ছেলের সামনেই বাবার হাতে খুন মা

0
5

প্রায় পনেরো বছর আগে মহেশতলার মেমান পুরের বাসিন্দা শিবু কর্মকারের(৪৩) সঙ্গে বজবজ কালীকাপুরের বাসিন্দা মধুমিতার(২৮) বিয়ে হয়েছিল। তাঁদের বছর দশেকের এক পুত্রসন্তানও রয়েছে।

জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে মধুমিতা এবং শিবুর মধ্যে পারিবারিক কিছু সমস্যা হচ্ছিল, যে সমস্যার জন্য মধুমিতা বাপের বাড়িতেই থাকতেন। শনিবার মধুমিতা এবং শিবুর একমাত্র ছেলে ইমনের(১০) জন্মদিন ছিল, সেই জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য মধুমিতা তাঁর বোনকে নিয়ে মেমানপুরের বাড়িতে এসেছিলেন।

এরপর সামান্য তর্কাতর্কি হয়। প্রথম অবস্থায় শিবু তাঁদের ঘরে ঢুকতে দেয়নি। এরপর মধুমিতা তাঁর বোনকে নিয়ে মহেশতলা থানায় যান এবং একটি জিডি করে ফের ছেলের টানে ফিরে আসেন স্বামীর ঘরে ছেলে ইমনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আর ঠিক তখনই শিবু একটি চপার নিয়ে স্ত্রী মধুমিতাকে ছেলের সামনেই কোপাতে শুরু করে।

চেঁচামিচিতে ঘটনাস্থলে পাড়ার লোকজন জড়ো হয়ে গেলে শিবু তার ছেলেকে নিয়ে পালাবার চেষ্টা করে। কিন্তু সেই সময় খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ চলে আসায় শিবু ধরা পড়ে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, পাড়ার লোকজন মধুমিতারকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ছেলে ইমনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পাড়াপড়শি।