প্ল্যাস্টিক খাওয়া ব্যাকটিরিয়ার খোঁজ পেলেন ভারতের বিজ্ঞানীরা!

0
1

প্ল্যাস্টিক বর্জ্যের সমস্যা নিয়ে যখন বিশ্বজুড়ে বেসামাল অবস্থা, তখন আশার আলো দেখালেন ভারতের কয়েকজন বিজ্ঞানী। অন্যান্য পচনশীল বস্তুর মতই প্ল্যাস্টিককে বাগে আনতে পারা এক ধরনের ব্যাকটিরিয়ার খোঁজ পাওয়া গিয়েছে।

উত্তরপ্রদেশের শিব নাদর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিশেষ ব্যাকটিরিয়ার খোঁজ দিয়েছেন। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি অ্যাডভান্সেস পত্রিকায় এই গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে। গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচা প্রিয়দর্শিনী জানিয়েছেন, আমাদের গবেষণায় পাওয়া তথ্যে স্পষ্ট, প্লাস্টিকের রাসায়নিক গঠন ভাঙতে সক্ষম এগজিগুয়োব্যাকটিরিয়াম। ভবিষ্যতে প্লাস্টিক দূষণ রুখতে এদের ব্যবহার করা যেতে পারে। জলাজমিতে এই ব্যাকটিরয়া বেশি পাওয়া যায়।

গবেষকদের মতে, একটি প্লাস্টিকের কাঁটাচামচ পচেগলে মাটিতে মিশতে কমপক্ষে সাড়ে চারশো বছর সময় লাগবে। এই কারণেই প্লাস্টিক বর্জ্য এখন গোটা দুনিয়ার মাথাব্যথার কারণ। সেখানে এই গবেষণায় উঠে এসেছে, এই ব্যাকটিরিয়ার দুটি প্রজাতি পলিস্টাইরিনকে পচিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারে। অদূর ভবিষ্যতে হয়ত এই ব্যাকটিরিয়াই বিশ্বে প্লাস্টিক বর্জ্য মোকাবিলার হাতিয়ার হতে চলেছে।