রাজ্যজুড়ে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’,বড় কর্মসূচি ঘোষণা বিজেপির

0
3

গডসে-যাত্রা নয়, রাজ্যজুড়ে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র ডাক দিল বঙ্গ-বিজেপি। 15 অক্টোবর থেকে শুরু হবে এই যাত্রা। যাত্রা সফল করার সম্পূর্ণ ভার দেওয়া হয়েছে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দুই নেতা, জয়প্রকাশ মজুমদার এবং অনুপম ঘোষকে। কার্যত চলতি মাসে রাজ্য জুড়েই নিজেদের শক্তি দেখাতে চাইছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার জানিয়েছেন, 10 দিন ধরে চলবে গোটা রাজ্যে চলবে বিজেপির এই পরিক্রমা। সঙ্গে থাকবে জনসচেতনতা ও জনসংযোগ বৃদ্ধি অভিযানও। দিলীপবাবু জানিয়েছেন–

■ 15 অক্টোবর ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’ শুরু হবে।

■ 26 অক্টোবর ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’ শেষ হবে।

■ রাজ্যের 42 লোকসভা কেন্দ্রে একই সঙ্গে চলবে এই যাত্রা। প্রতি লোকসভা কেন্দ্রে 150 কিমি পথ পরিক্রমা করবে এই যাত্রা। রাতে সাধারণ মানুষের বাড়িতে থাকা খাওয়া করবেন নেতারা।

■ দলের 18 জন লোকসভা সাংসদ, রাজ্যসভা সাংসদরা এবং তিন কেন্দ্রীয় নেতা অংশ নেবেন যাত্রায়।

■ প্রতি দিন যেখানে যাত্রা শেষ হবে সেখানে জনসভা হবে।

■ রাজ্যে মোট 6,500 কিমি পথ পরিক্রমা হবে।