পাঁচ বন্ধু। প্রত্যেকের বয়স আঠেরো থেকে কুড়ির বছরের ভেতর।কেউ বা স্কুল ছাত্র কেউ বারো ক্লাস পাস করে করে চাকরির চেষ্টা করছে। কেউ বা পড়াশোনা শেষ করে কিছু না কিছু কাজের সাথে যুক্ত ।
শনিবার সন্ধ্যায় মছলন্দপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে শিয়ালদহের দিকে যাচ্ছিল বনগাঁ লোকাল। মছলন্দপুর সাদপুর এক নম্বর রেল গেটের কাছে ট্রেন লাইনের পাশে পড়ে ছিল রক্তাক্ত অবস্থায় এক যুবক। তাকে ঘিরে চলছে জটলা কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার কেউ নেই। মাঝে মাঝেই গোঙানির আওয়াজে ভেসে আসে একটু জল খাবার প্রত্যশা। কিন্তু আইনি জটিলতা এবং প্রশাসনের ভয়ে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
কিন্তু থেমে থাকেনি এই পাঁচ যুবক। কোনদিকে না ভেবে নিজেদের খরচায় মছলন্দপুর বাউগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ওই আহত যুবককে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আহতের পকেটে মোবাইল থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়। আহত যুবকের নাম ইসলাম বিশ্বাস (৩৪)।বাড়ি বাদুরিয়া থানার চাতরা উত্তর ব্যনা এলাকায়।





























































































































