জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গান্ধী সংকল্প যাত্রা বের করছে রাজ্য বিজেপি। আগামী ১৫-২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে এই পদযাত্রা হবে। রবিবার এমনটাই ঘোষণা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মূলত, গান্ধিজির আর্দশ তুলে ধরতেই এই পদযাত্রা বলে জানালেন দিলীপ ঘোষ।
প্রতি লোকসভাতে ১৫ কিলোমিটার পদযাত্রা বের হবে। এবং ১০ দিনে ১০ টি বড় জনসভা হবে। এই যাত্রায় দলীয় বিধায়ক, সাংসদ, জেলা ও পঞ্চায়েত-এর বিজেপির নির্বাচিত সদস্যরা যোগ দেবেন। যাদবপুর অঞ্চলে বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাসগুপ্ত এবং ডায়মন্ড হারবার অঞ্চলে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন।
এছাড়াও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের ইচ্ছা প্রতিফলিত করতে জল অপচয়, পলিথিন পেপার বন্ধে সাধারণ মানুষকে তাঁরা সচেতন করবেন বলে জানালেন দিলীপ ঘোষ। সতরঞ্জন জাঠিয়া, রাকেশ সিনহাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।





























































































































