পুজোর ছুটি শেষ। তাই এবার দলের কাজে গতি আনতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছেন। আগামী 15 অক্টোবর, মঙ্গলবার বেলা 3টের সময় তৃণমূল ভবনে এই বৈঠক হবে। বৈঠকে দলের জেলা, ব্লক ও টাউন সভাপতিদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের কর্তব্যও স্থির করে দিতে পারেন তৃণমূলনেত্রী। পুজোয় একাধিকবার তিনি দলের নেতা-কর্মীদের সামাজিক জনসংযোগে জোর দিতে বলেছিলেন। পুজো শেষে এখন প্রত্যক্ষ রাজনৈতিক কর্মসূচিতে ফেরার সময়।
সূত্রের খবর,দিদিকে বলো-র পরবর্তী ধাপ, বিজেপির ‘অপপ্রচারের’ রাজনৈতিক মোকাবিলা ইত্যাদি নিয়েই দলকে নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী।একইসঙ্গে আর্থিক মন্দা, কেন্দ্রের বিলগ্নিকরণ নীতির মতো বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা প্রবল। পুজোর মধ্যেই বিজেপি কয়েকটি খুনের ঘটনাকে ‘রাজনৈতিক হত্যা’ বলে প্রচার শুরু করছে। বিশেষ করে জিয়াগঞ্জের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি 15 তারিখই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করার সময় চেয়েছে। অন্য দিকে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিতর্ক জুড়ে দিয়েছেন উৎসবের মাঝেই। এই অবস্থায় বিজেপির ‘অপপ্রচারের’ বিরুদ্ধে দলকে রাজনৈতিক মোকাবিলার পথ দেখাতে পারেন তৃণমূলনেত্রী। আসন্ন পুর-ভোটের কথা মাথায় রেখে ঘর গোছানোর বার্তাও দিতে পারেন তৃণমূলনেত্রী।





























































































































