কার্নিভালের মঞ্চে বিক্রম, জল্পনা

0
2

পুজো কার্নিভালে শুক্রবার ছিল টলিউডের চাঁদের হাট। বহু সেলিব্রিটি, লেখক, গায়ক ছিলেন। ছিলেন রাজনৈতিক নেতারাও। তবু তার মাঝেই চোখ টেনেছে মঞ্চে থাকা টেলি অভিনেতা বিক্রম। ঠিক বছর দুয়েক আগে মডেল সোনিয়াকে নিয়ে মারাত্মক গতিতে গাড়ি চালিয়ে গভীর রাতে দুর্ঘটনায় পড়েন বিক্রম। তছনছ হয় গাড়ি। মৃত্যু হয় সোনিকা সিং চৌহানের।আহত হন বিক্রমও। সোনিকা পরিবার মামলা করে। অভিযোগের তীর বিক্রমের দিকে। তারপর অভিনেতার বন্দিজীবন, জামিন এবং বহু বিতর্ক পেরিয়ে ফের অভিনয়ে ফেরা। কিন্তু মামলা এখনও চলছে। সেই বিক্রমকে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখে অনেকেরই ভ্রূকুঞ্চিত হয়। অনুষ্ঠানে চোখে পড়ার মতো আর এক উপস্থিতি অবশ্যই শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী।