সাতসকালে মালগাড়ি বিকল, হাওড়া সেকশনে ট্রেন চলাচলে বিঘ্ন

0
1

সাত সকালে সাঁতরাগাছিতে মালগাড়ি বিকল হওয়ার জেরে হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন। শুক্রবার সকাল ৭:৫০ মিনিট নাগাদ একটি মালগাড়ির দু’টি বগির মধ্যের কাপলিঙ্ক ভেঙে যায়। তার জেরে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তা সারিয়ে ১০টা নাগাদ মালগাড়িটিকে সরানো সম্ভব হয়েছে। তবে ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক নয়।