পুজো শেষ। কিন্তু একাদশীর সকালেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বুধবার ভোর থেকে কলকাতা সহ আশপাশের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। সারাদিনই উপকূলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
একাদশীর ভোর থেকেই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়ার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।
দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প বেশি পরিমাণে ঢুকে যাওয়াতেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতি কেটে গেলে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা বলে পূর্বাভাস হওয়া অফিসের।





























































































































