পুলিশের মাথায় কে মাসাজ করছেন একবার চেয়ে দেখুন

0
2

মন দিয়ে কাজ করছেন পুলিশ অফিসার। থানার ভিতরে। টেবিলে ছড়ানো ফাইল। সব কিছু ঠিকঠাক। লোকে দেখে চমকে উঠছেন পিছনের দৃশ্য দেখে। অফিসার শ্রীকান্ত দ্বিবেদীর মাথার পিছনে বাঁদর। এ বাঁদর এ সে বাঁদর নয়। প্রভুভক্ত বাঁদর। সাহেব কাজ করছেন। তার স্ট্রেস কিছুটা কম করতে কখনও মাথার উকুন বেছে দেওয়ার চেষ্টা করছে। কখনও মাসাজ করে দিচ্ছে। এমন আরাম পেয়ে কাজে মনও যেন বেড়ে গিয়েছে দ্বিবাদী সাহেবের। আর উত্তরপ্রদেশের পিলভিট থানায় আমজনতা এ দৃশ্য দেখে বিস্মিত।

আরও পড়ুন-বেনজির! ৪৮ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করল তেলেঙ্গানা সরকার!