পিঠের অস্ত্রোপচারের পর হাঁটা শুরু করলেন হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়াতে নিজের হাঁটার ভিডিও দিয়ে ভারতের এই অলরাউন্ডার লিখেছেন, ‘বেবি স্টেপ’।
Baby steps .. but my road to full fitness begins here and now ? Thank you to everyone for their support and wishes, it means a lot ? pic.twitter.com/shjo78uyr9
— hardik pandya (@hardikpandya7) October 8, 2019
বিগত প্রায় চার মাস ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর বেড়ে যাওয়ায় বাধ্য হন অস্ত্রোপচারে। লন্ডনে হয়েছে অস্ত্রোপচার। সোশ্যাল মিডিয়ায় সকলের শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি।
আরও পড়ুন-ম্যাচ প্র্যাক্টিসে নেই বহুদিন, অথচ শাস্ত্রী বলছেন ধোনির জন্য টিমের দরজা খোলা!