কলকাতা পুরভোটে এখনও নিশ্চিতভাবেই তৃণমূল এগিয়ে। কিছু ওয়ার্ডে লোকসভায় বিজেপি এগিয়ে থাকলেও পুরভোট আলাদা। লোকসভায় মোদি ফ্যাক্টর ছিল। পুরভোটে কাউন্সিলর বড় ইস্যু। তৃণমূলের বেশ কিছু পুরপিতা সক্রিয় পরিষেবা দিচ্ছেন। ফলে এসব ওয়ার্ডে লোকসভায় বিজেপি কিছু ভোট পেলেও পুরসভায় পুরপিতার সমর্থন বেশি। তাছাড়া ওয়ার্ডে দুর্বল হলেও বাম বা কংগ্রেসের তবু পুরনো পরিচিত মুখ রয়েছে। কিন্তু বিজেপির অধিকাংশ ওয়ার্ডে যথাযোগ্য মুখ নেই। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কমবেশি ৩০ টিতে মুসলিম ভোট বড় ফ্যাক্টর। এখানে এমনিতেই বিজেপি নেই। তৃণমূলের কিছু ওয়ার্ডে সমস্যা দলীয় কোন্দল। তা হলেও প্রাধান্যের সঙ্গে তারা কলকাতা পুরসভা ধরে রাখার বিষয়ে নিশ্চিত।
আরও পড়ুন-সিবিআই দফতরে নারদ কর্তা ম্যাথু, চাওয়া হতে পারে আইফোন-ল্যাপটপের পাসওয়ার্ড






























































































































