ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠেই ঢলে পড়লেন আম্পায়ার

0
2

আবার ক্রিকেট মাঠে মৃত্যু।ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেট আম্পায়ারের। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এই ঘটনা ঘটেছে।

পাকিস্তানের গুলবার্গে আইনজীবীদের একটি টূর্নামেন্ট চলছিল। সেই ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম শেখ। আম্পায়ারিংয়ে তাঁর প্রশিক্ষণ ছিল। লোকে তাঁকে চিনতেনও। পেশায় অবশ্য তিনি কষাই। খেলা চলাকালীন নাসিম হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নাসিমের। ভারতের রমন লাম্বা, অস্ট্রেলিয়ার ফিল হিউজের ক্রিকেট মাঠে মৃত্যুর পর ফের একই ঘটনা।