নবমীর রাতে অঘটন। গুলি করে খুন তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। কুরবান শাহ নামে ওই তৃণমূল নেতাকে পার্টি অফিসে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নবমীর রাতে, পাঁশকুড়ার মাইসোরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ। সেখানে আরও কয়েকজন বসেছিলেন। অভিযোগ, রাত ১০টা নাগাদ জনা সাতেক দুষ্কৃতী বাইকে চড়ে গিয়ে কুরবানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুরবানের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।





























































































































