গুপি, বাঘা হীরকরাজ্যে গিয়ে হিরের খনিতে গিয়েছিল। তবে, সেখানে কোনও বিরল হিরের সন্ধান পায়নি তারা। বাস্তবেও আকারে, রঙে, ঔজ্জ্বল্যে বিভিন্ন রকম হলেও, সাইবেরিয়ার খনিতে যে হিরে মিলল তা দেখে চক্ষুচড়ক গাছ সকলের। একটি হিরের মধ্যে আর একটি হিরে। দিব্বি মাতৃজঠরে ছোট্ট শিশুর মতো নড়াচড়া করছে একদম আলগা ভাবে।

রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি সূত্রে খবর, সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে হিরেটি। সেটির বয়স ৮০ কোটি বছরের বেশি হওয়ার সম্ভাবনা। রুশ পুতুল মাত্রিওস্কার নামে এর নাম রাখা হয়ছে। এই পুতুলগুলিতে একটি বড় পুতুলের ভিতর আর একটি ছোট পুতুল থেকে। এইভাবে অনেকগুলি পুতুলের একটি সেট তৈরি করা হয়।
হিরেটির মোট ওজন ০.৬২ ক্যারেট। ভিতরের হিরের ওজন ০.০২ ক্যারেট। এক্স-রে সহ নানা পদ্ধতিতে পরীক্ষার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভিতরের ছোট হিরেটি তৈরি হয়। পরে বাইরের হিরেটি তার চারদিকে গঠিত হয়ে যায়। তবে দু’টি হিরের মধ্যে কী ভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন-রামমোহন সম্মিলনীতে আনন্দভোজ




























































































































