প্রতিবারের মত এবারও। এই 75 বছরের দশমীতে।
আনন্দভোজ।

একাধিক সংস্থার আবাসিক ছোটরা, যারা বহু প্রতিকূলতায় থাকে, বহু সুযোগ থেকে বঞ্চিত, তারাই আজকের বিশেষ অতিথি। একসঙ্গে পাতপেড়ে খাওয়া ক্লাবসদস্যদের। এই কয়েকশ ফুলের মত শিশু, বালকবালিকার আনন্দ কলরবে সার্থক এই আনন্দভোজ।

ছোটদের মেনু: ভাত। মুগডাল। আলুভাজা। ছ্যাঁচড়া। কাতলা কালিয়া। খাসির মাংস। চাটনি। পাঁপড়। মিষ্টি। আইসক্রিম।

ছোটরা খুব খুশি, তৃপ্ত। সংগঠকরা তৃপ্ত খাইয়ে। উপস্থিত ছিলেন এক্সাইডের প্রাক্তন চেয়ারম্যান অচিন্ত্যকুমার ভৌমিক, ফোরাম ফর দুর্গোৎসবের নীতিশ সাহা, শিক্ষক কামাল হোসেন সহ বহু অতিথি। যাঁরা পৃষ্ঠপোষকতা করলেন, তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।
কয়েকশ কচিকাঁচার হইচই এখনও কানে বাজছে।

আরও পড়ুন-অ্যাঞ্জেলিনা হতে গিয়ে কঙ্কাল? গ্রেফতার তরুণী































































































































