কলকাতাসহ সারা বাংলাতেই পুজোর নিয়ন্ত্রণ আছে তৃণমূলের হাতে। বড় পুজোগুলির উদ্বোধকও তৃণমূল নেতানেত্রীরা। ছোট ও মাঝারি পুজোতেও তাই। এত ঢাকঢোল পিটিয়েও বিজেপি রাজ্য নেতারা ডাহা ফেল। অমিত শাহকে কোনওক্রমে বিধাননগরের একটি পুজোয় নিয়ে যাওয়া গেছে। কিন্তু রাজ্য নেতারা কোথায়? সাংসদরা এলাকায় কিছু পুজোয় আছেন। ঐটুকুই। সবচেয়ে বড় কথা তৃণমূল তো বটেই, এমনকি সিপিএমও পুজোয় বইয়ের সুসংগঠিত ও পরিকল্পিত স্টল করে যে ছাপ ফেলেছে, বিজেপি সেটাও পারেনি। অন্তত একটি হেভিওয়েট স্টল করতেও তারা ব্যর্থ। লোকসভা ভোটের পর যে প্রচার তারা পেয়েছিল, কলকাতায় হারলেও যা ভোট পেয়েছিল, তার কোনো প্রতিফলন পুজোয় নেই। পুজো পুরোপুরি তৃণমূল প্রভাবিত হয়েই চলছে।































































































































