ভারতকে কব্জায় আনতে না পেরে ফের জঙ্গি হানার পথেই ফিরে যাচ্ছে পাকিস্তান। এবার পরিকল্পনা পাক সেনাবাহিনী ও আইএসআইয়ের। রীতিমতো জঙ্গি সংগঠনগুলিকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, লস্কর ই তইবা, হিজবুল মুজাহিদিন আর জঈশ ই মহম্মদের মধ্যে। পুলওয়ামায় বসেই এক বৈঠক করে জঙ্গি হানার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তিন সংগঠন শুধু কাশ্মীর নয়, ভারতের আরও বেশ কিছু এলাকায় জঙ্গি হানার পরিকল্পনা করেছে। লক্ষ্য রয়েছে রাজনৈতিক নেতা এমনকি পুলিশও৷ সম্প্রতি সূত্র মারফত খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রী ও অজিত ডোভালের নিরাপত্তা বাড়ানো হয়।
গোয়েন্দাদের খবর, জাতীয় সড়কে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে জৈশকে। আভ্যন্তরীণ নিরাপত্তা কেন্দ্রগুলিতে হাওলার দায়িত্ব পেয়েছে লস্কর, আর হিজবুল দায়িত্ব পেয়েছে পুলিশ ও রাজনৈতিক নেতাদের উপর হামলার।































































































































