অভিনন্দনের স্কোয়াড্রনকে সম্মান জানাবে বায়ুসেনা

0
6

জঙ্গিনিধনে পাকিস্তানের বালাকোটে বিমানহানায় সাফল্যের জন্য অভিনন্দন বর্তমানের স্কোয়াড্রনকে বিশেষ সম্মান দেবে ভারতীয় বায়ুসেনা। আগামীকাল বায়ুসেনা প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অভিনন্দনের টিমকে সম্মানিত করবেন এয়ার চিফ মার্শাল আর কে ভাদুড়িয়া। স্কোয়াড্রন লিডার মিন্টা আগরওয়ালের 601 নম্বর সিগন্যাল ইউনিটকে পুরস্কৃত করা হবে বালাকোট এয়ারস্ট্রাইকে অসাধরণ ভূমিকার জন্য। ইতিমধ্যেই বীরচক্র সম্মান পেয়েছেন অভিনন্দন। কিছুদিন আগেই বায়ুসেনা ভিডিও প্রকাশ করে দেখিয়েছে, কীভাবে পাকিস্তানের ভিতর ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে পুলওয়ামার বদলা নেওয়া হয়েছে।