প্রকল্প চালু হওয়ার 12মাসের মধ্যেই বিপুল সাফল্য ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত এক পরিসংখ্যান জানাচ্ছে, গত 1 বছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় শুধুমাত্র ক্যান্সারের চিকিত্সা হয়েছে 90,000 রোগীর। আয়ূষমান ভারত প্রকল্পের অধীনে জন আরোগ্য যোজনা চালু করা হয় গত বছর 23 সেপ্টেম্বর। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, প্রতিবছর ভারতে ক্যান্সারে আক্রান্ত হন 11.57 লাখ মানুষ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 7.84 লাখ রোগী।
ওই পরিসংখ্যান বলছে, গত 1 বছরে সব থেকে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মানুষ। এদের সংখ্যা 40,056 জন।
তামিলনাড়ুর পরই রয়েছে কেরল। ওই রাজ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 22,000 জন। এরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জন আরোগ্যে যোজনার সুবিধে পেয়েছেন। এছাড়াও রয়েছেন মধ্যপ্রদেশের 19,455, ছত্রিশগড়ের 15,997 জন ও গুজরাতের 14,380 জন মানুষ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি ন্যাশনাল হেলফ অথরিটি-র অধীনে। শুধুমাত্র ক্যান্সারের জন্যই বরাদ্দ করা হয়েছে 321 কোটি টাকা। দেশের 1.8 লাখ হাসপাতালে এই প্রকল্পের অধীনে ক্যান্সারের চিকিত্সা চলছে।































































































































