যেখানে চা বাগান শ্রমিকরা অনশনে বসেছিলেন, এবং শনিবার তা তুলে নেন, সেখান থেকেই অর্থাৎ দার্জিলিঙয়ের মোটর স্ট্যান্ড থেকে আজ, রবিবার অনশন শুরু করলেন বিনয় তামাং। শুক্রবার বনধের পর শনিবার সাতটি চা বাগান শ্রমিক সংগঠন অনশন শুরু করে। শনিবার সন্ধ্যায় তা তুলে নেয়। কিন্তু বিনয় অনশনে বসার কথা ঘোষণা করেন। আজ, রবিবার থেকে তা শুরুও হয়। অনশন তুলে নেওয়ার পর শ্রমিকরা কাজে যোগও দিলেও চা বাগানের বাইরে যেতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। শ্রমিকদের দাবি, ২০% বোনাস। তা না মেটা পর্যন্ত অনশন চালাবেন বিনয়। এই কারনে দার্জিলিঙয়ের আইন-শৃঙখলা নিয়ে সমস্যা দেখা দিতে পারে, পর্যটকদেরও হয়রানি বাড়তে পারে। বিনয় অবশ্য জানান, সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে জানান, কোনও সমস্যা হবে না। গণতান্ত্রিক নিয়ম মেনেই আন্দোলন চলবে। চাবাগান শ্রমিকদের বলা হয়েছে, কোনওরকম প্ররোচনায় পা না দিতে। পুজোর পর লাগাতর আন্দোলন শুরু হবে।





























































































































